বিজ্ঞাপন

দ. আফ্রিকার বিপক্ষে জয় দিয়েই স্বপ্নযাত্রার ইতি টানবে আফগানরা?

November 10, 2023 | 10:04 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের হিসেব নিকেশে এই ম্যাচ গুরুত্ব হারিয়েছে গতকাল নিউজিল্যান্ডের বড় জয়ের পর। কাগজে কলমে অসম্ভব এক সমীকরণেই শুধু টিকে আছে আফগানিস্তানের সেমিতে খেলার সম্ভাবনা। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানে হারায়ে পারলেই কেবল কিউইদের টপকে সেমিতে খেলতে পারে আফগানরা। সেমিতে না খেলতে পারলেও সফল বিশ্বকাপটা জয় দিয়ে শেষ করতেই মাঠে নামবেন রশিদ খানরা। অন্যদিকে সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষবার নিজেদের ঝালিয়ে নিতে জয়ের জন্য মুখিয়ে থাকবে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

পরিসংখ্যান

ওয়ানডেতে মাত্র একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৯ সালের বিশ্বকাপের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে ৯ উইকেটের বড় জয়ে নিয়েই মাঠ ছেড়েছিল।

পিচ ও কন্ডিশন

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেভাবে রান বন্যা দেখা যায়নি। আজও তেমন পিচেই খেলা হতে পারে। সময়ের সাথে পিচ ধীরগতির হবে। দুই দলের স্পিনাররাই তাই বাড়তি সুবিধা পাবেন। দুপুরের সময়টা তীব্র গরমের মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের, তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি।

দলের খবর

সেমি আগেই নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকা দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। আগের ম্যাচে খানিকটা চোট পাওয়া লুঙ্গি এনগিদি আজকে একাদশের বাইরে থাকতে পারে, বিশ্রামে থাকতে পারেন স্পিনার তাবারিজ শামসিও। কয়েকজন নিয়মিত ব্যাটারকেও দলের বাইরে রাখতে পারেন বাভুমা। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন আন্দিল ফেহলুকোয়ায়ো।
আফগান একাদশে আসতে পারে একটি পরিবর্তন। নুর আহমেদের পরিবর্তে ফিরতে পারেন ফারুকি। এছাড়া বাকি একাদশে আগের ম্যাচের মতোই থাকছে।

বিজ্ঞাপন

শেষটা রাঙ্গিয়ে বাড়ি ফিরতে চায় আফগানরা

এই বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে আফগানদের। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেমির আশা জাগিয়ে তুলেছিল দলটি। শেষ পর্যন্ত আফ্রিকার বিপক্ষে জিতলেও রান রেটের কারণে সেমিতে যাওয়া হচ্ছে না তাদের। তবে শেষ ম্যাচটা জিতে দারুণভাবেই টুর্নামেন্ট শেষ করতে চাইবেন শাহিদিরা। পেছনে ফিরে তাকালে হয়ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের বড় হারটাই বেশি পোড়াবে আফগানদের।

দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটা সেমির প্রস্তুতির। অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও সেমিতে মুখোমুখি হওয়ার আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চাইবেন ডি ককরা। বিশেষ করে রান তাড়া করতে নেমে দলের বেহাল দশা কাটিয়ে উঠার চেষ্টা নিশ্চয়ই করবেন তারা।

সম্ভাব্য একাদশ (আফগানিস্তান): রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফারুকি।

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ (দক্ষিণ আফ্রিকা): কুইন্টন ডি কক, টেমবা বাভুমা(অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, , কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজে, আন্দিল ফেহলুকোয়ায়ো

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন