বিজ্ঞাপন

সেই এডের, গোমেজদের জায়গা হলো না পর্তুগালের বিশ্বকাপ দলে

May 18, 2018 | 3:42 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

দুই বছর আগে তাঁর সেই গোল পর্তুগালকে এনে দিয়েছিল ইউরো। রাতারাতাতি নায়ক হয়ে গিয়েছিলেন এডের, চলে এসেছিলেন পাদপ্রদীপের আলোয়। তবে এরপর হারিয়ে গেছেন বিস্মৃতিতে, জায়গা হয়নি রাশিয়া বিশ্বকাপের পর্তুগালের চূড়ান্ত দলে। যেমন হয়নি দুই বছর আগের ওই ইউরো জয়ী দলের আরও নয়জনের। বার্সা মিডফিল্ডার আন্দ্রে গোমেজ, সাবেক ইউনাইটেড উইঙ্গার নানিও আছেন এঁদের মধ্যে।

ফার্নান্দো সান্তোস রাখেননি আরও কিছু বড় মুখকে। বার্সার হয়ে এই মৌসুমে নিয়মিত রাইটব্যাক নেলসন সেমেদোও নেই। উলভারহ্যাম্পটনকে প্রিমিয়ার লিগে নিয়ে যাওয়ার অন্যতম নায়ক রুবেন নেভেসও ২৩ জনের দলে উপেক্ষিত থেকে গেছেন। জায়গা হয়নি ইউরোতে চমকে দেওয়া তরুণ মিডফিল্ডার রেনাটো সানচেসের, এখন ধারে আছেন সোয়ানসিতে।

অধিনায়ক থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। আক্রমণে তাঁর সঙ্গী হতে পারেন আন্দ্রে সিলভা।

বিজ্ঞাপন

স্কোয়াড

গোলরক্ষকঃ অ্যান্থনি লোপেজ (অলিম্পিক লিঁও), রুই প্যাট্রিসিও (স্পোর্টিং), বেতো ( গোজটেপে)

ডিফেন্ডারঃ ব্রুনো আলভেস (রেঞ্জার্স), পেপে (বেসিকতাস), সেদ্রিক সোয়ারেস (সাউদাম্পটন), হোসে ফন্ট (দানিয়াল ইফাং) , মারিও রুই (নাপোলি), রাফায়েল গেরেরো (বরুসিয়া ডর্টমুন্ড) , রিকার্ডো পেরেরা (পোর্তো), রুবেন দিয়াজ (বেনফিকা)

বিজ্ঞাপন

মিডফিল্ডারঃ আদ্রিয়ান সিলভা (লেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেজ (স্পোর্টিং), হোয়াও মারিও (ওয়েস্ট হাম ইউনাইটেড), হোয়াও মুতিনিয়ো (মোনাকো), ম্যানুয়েল ফার্নান্দেজ (লোকোমটিভ মস্কো) , উইলিয়াম কার্ভালহো (স্পোর্টিং)

ফরোয়ার্ডঃ ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), আন্দ্রে সিলভা (মিলান), বের্নার্দো সিলভা (ম্যান সিটি), জেলসন মার্টিনস (স্পোর্টিং), গন্সালো গুইদেস (ভ্যালেন্সিয়া), রিকার্ডো কারেসমা (বেসিকতাস)

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন