বিজ্ঞাপন

ভারতের হাতেই শিরোপা দেখছেন হার্শা ভোগলে

November 13, 2023 | 6:27 pm

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অনায়াসে সেমিতে উঠলেও শেষ দুই বিশ্বকাপের ইতিহাসটা একটু হলেও ভাবিয়ে তুলছে ভারতকে। শেষ দুই বিশ্বকাপেই সেমিতে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল ভারতের।

বিজ্ঞাপন

তবে জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলছেন, গত দুইবারের চেয়ে এবার ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি। এবারের মতো ২০১৫ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে থাকা ভারত অপরাজিত থেকে সেমিতে উঠেছিল। সেবার স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে ফাইনাল খেলা হয়নি তাদের।

২০১৯ বিশ্বকাপে সেমির আগে মাত্র একটি ম্যাচে হারের স্বাদ পেয়েছিল রোহিত শর্মারা। তবে সেমিতে এসে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাদের। গত দুই বিশ্বকাপের মতো এবারও গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ভারত। ৯ ম্যাচের সবকয়টিতে জিতে সবার আগে সেমি নিশ্চিত করেছে তারা। সেমিতে মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ডই।

এবারও কি আগেরবারের মতো সেমিতে এসে ‘চোক’ করবে ভারত? ভোগলে মনে করেন, এবার ভারত তেমন কিছু করবে না, ‘ওয়াংখেড়েতে যেমন খেলা হচ্ছে, তেমনটা সেমিতে হলে ভারতই এগিয়ে থাকবে।

বিজ্ঞাপন

এখানে টস অনেক বড় ফ্যাক্টর হয়ে দাড়ায় কারণ পড়ে ব্যাট করলে প্রথম ১০ ওভার খেলা একটু কঠিন। পরে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারে ১৭টি উইকেট পড়েছে। প্রথমে ব্যাট করে ৩৩০-৩৪০ রান করতে পারলে জয় পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। ভারত তাই আশাবাদী হতেই পারে। বারবার নকাউট পর্বে গেলেও অধরা শিরোপা ছুঁয়ে দেখা হয়নি কিউইদের।

ভোগলে বলছেন, আসলে বড় টুর্নামেন্টে শিরোপা জেতার ‘এক্স ফ্যাক্টর’ নেই ব্ল্যাকক্যাপসের মাঝে, ‘নিউজিল্যান্ড অনেকবার সেমিতে খেলেছে, গত দুইবার তারা ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। আমার মনে হয় তারা ইংলিশ প্রিমিয়ার লীগের আর্সেনালের মতো। সেরা চারে থাকলেও শিরোপা জেতা হয় না। তাদের হয়ত সেই এক্স ফ্যাক্টরটা নেই।’

শেষ পর্যন্ত কি ভারত টানা দুই আসরের সেমির হতাশা ভুলে ২০১১ সালের মতো ফাইনালে উঠতে পারবে? উত্তর পাওয়া যাবে ১৫ নভেম্বরেই।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন