বিজ্ঞাপন

হরতালে চট্টগ্রামে বামজোটের মিছিল, পুলিশের বাধা

November 16, 2023 | 12:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হরতাল কর্মসূচি শুরুর পর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৬টায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা নগরীর তিন পুলের মাথায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, স্টেশন রোডসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন পয়েন্টে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে হরতালের সমর্থনে সমাবেশ হয়েছে।

জোটের নেতা চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করছিলাম। পুলিশ বিভিন্নস্থানে আমাদের মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে। তারা বারবার বলছিল, আমরা যেন মিছিল না করে নির্দিষ্টস্থানে সমাবেশ করি। কিন্তু আমরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল-সমাবেশ করেছি। আমরা পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাই। ক্ষমতাসীন যে দল আজ মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে, তারাও একসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।’

জেলা সিপিবির সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘নিউমার্কেট, আন্দরকিল্লা মোড় এবং কোতোয়ালীর মোড়ে পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরা হরতাল করেছি, কোনো ভয়তাল করিনি। আমাদের নেতাকর্মীরা কোনো যানবাহন চলাচলে বাধা প্রদান করেনি। শুধুমাত্র শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করে আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, একতরফা যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এভাবে গণতন্ত্রকে হত্যা করে আরেকটি ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো নির্বাচন আমরা চাই না।’

বিজ্ঞাপন

জোটনেতা বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ সারাবাংলাকে বলেন, ‘কোতোয়ালীর মোড়ে আমরা সমাবেশ করছিলাম। পুলিশ এসে আমাদের নাম-ঠিকানা জিজ্ঞেস করা শুরু করে। তারা আমাদের সঙ্গে খুবই ঔদ্ধর্ত্যপূর্ণ আচরণ করে। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা মতোই চলবে। এখন নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক-সাংবিধানিক অধিকারে বাধা দেওয়ার নির্দেশনা দিয়েছে কি না আমরা সেটা জানতে চাই।’

হরতালের সমর্থনে বিভিন্ন সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রামের সমন্বয়ক বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়ের সভাপতিত্বে সিপিবি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর ও নুরুচ্ছাফা ভূঁইয়া, বাসদ (মার্কসবাদী) নেতা শফিউদ্দিন কবির আবিদ ও দীপা মজুমদার, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শুভ দেবনাথ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিরাজ উদ্দিন বক্তব্য দেন।

বিজ্ঞাপন

মিছিল-সমাবেশে ‍পুলিশের বাধার বিষয়ে জানতে চাইলে সিএমপির কোতোয়ালী জোনের সহকারি কমিশনার অতনু চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘এটা অসত্য অভিযোগ। আমরা কোথাও বাধা দিইনি। উনারা খুবই শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করেছেন। বিভিন্নস্থানে মিছিলের রুট কোনদিকে সেটা পুলিশ জানতে চেয়েছে, বাধা দেওয়া হয়নি।’

সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অর্ধদিবস অর্থাৎ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

এদিকে হরতাল চলাকালে নগরীতে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসও যথানিয়মে চলছে। তবে দূরপাল্লার বাস বন্ধ আছে। ট্রেন সূচি অনুযায়ী চট্টগ্রাম ছেড়ে গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন