বিজ্ঞাপন

গুরজিন্দর ও নাসিরের হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

May 18, 2018 | 9:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাঃ প্রিমিয়ার হকি লিগে তিনটি দল আছে ধারাবাহিক জয়ের মধ্যে। মেরিনার্স-আবাহনীর সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবারও সোনালী ব্যাংকের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

গুলিস্তানস্থ মওলানা ভাসানী স্টেডিয়ামে সোনালী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিল জিমিরা। ৮-২ ব্যবধানে হারিয়েছে সাদা-কালো জার্সিধারীরা।

আট গোলের সাতটি এসেছে নাসির ও গুরজিন্দর সিংহের স্টিক থেকে। হ্যাটট্রিক করেছেন দুজনই। নাসির পেয়েছেন চার গোল। চারটি ফিল্ড গোল। বাকী একটি গোল করেছেন অরবিন্দ সিং।

বিজ্ঞাপন

এদিকে সোনালী ব্যাংকের হয়ে দুটি গোল এসেছে রাজীব দাস ও তানজিম আহমেদের স্টিক থেকে।

শনিবার (১৯ মে) একই ভেন্যুতে দুটি ম্যাচ আছে। দুপুর আড়াইটায় ভিক্টোরিয়া এসসির বিপক্ষে মাঠে নামবে পুলিশ ক্লাব। সাড়ে চারটায় অ্যাজাক্স এসসির বিপক্ষে আজাদ এসসি।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন