বিজ্ঞাপন

পশ্চিম গাজা শহর ইসরাইলের নিয়ন্ত্রণে

November 17, 2023 | 4:31 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি স্থল আক্রমণের পরবর্তী পর্ব শুরু করার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ ইসরাইলের ৩৬তম ডিভিশনের কমান্ড সেন্টারে সেনাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা গাজা শহরের পশ্চিমাঞ্চলের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছি এবং স্থল অভিযানের পরবর্তী ধাপ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যত বেশি অভিযান চালিয়ে যাব, তত বেশি আমরা হামাসের উপর চাপ সৃষ্টি করব। আমরা হামাসের সদর দফতর এবং টানেলসহ অবকাঠামো নির্মূল করতে তত বেশি সফল হব।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাসের হাতে বন্দি হয় অন্তত ২২০ ইসরাইলি। হামাসের হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।

বিজ্ঞাপন

গাজা উপত্যকা থেকে হামাসকে নিশ্চিহ্ন করতে বড় পরিসরে অভিযান চালাচ্ছে ইসরাইল। ইসরাইলের হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যা বেশিরভাগই নারী ও শিশু।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন