বিজ্ঞাপন

ভারী বৃষ্টিপাতে ডোমিনিকান প্রজাতন্ত্রে নিহত ২১

November 20, 2023 | 2:59 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট দুর্যোগে ডোমিনিকান প্রজাতন্ত্রে অন্তত ২১ জন মারা গেছেন। এতে কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রবল বৃষ্টিতে ক্যারিবীয় অঞ্চলের দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি মহাসড়কের টানেলের প্রাচীর ধসে পড়ে নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় বৃষ্টিজনিত দুর্যোগে বাকিরা প্রাণ হারিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছেন, বৃষ্টির কারণে বাড়িঘর প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণের পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার গত ৪৮ ঘণ্টায় প্রবল ঝড়ের পর এটিকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বৃষ্টিপাতের ঘটনা বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশতেই লাল এবং হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন