বিজ্ঞাপন

শিরোপা জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া, রানার্স-আপ ভারত কত পেল

November 20, 2023 | 3:53 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্বকাপ। পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। অপর দিকে ভারত ফাইনালের আগ পর্যন্ত ছিল অপ্রতিরোধ্য। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। কিন্তু ফাইনালে মুখ থুবড়ে পরেছে অস্ট্রেলিয়ার সামনে।

বিজ্ঞাপন

ব্যাট-বল দুই বিভাগেই ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলা অস্ট্রেলিয়া ফাইনালে ৭ উইকেটে জিতেছে। শিরোপা জয়ে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রাইজ মানির জন্য বরাদ্দ ১ কোটি মার্কিন ডলার।

শিরোপা জয়ী অস্ট্রেলিয়া পাবে তার ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান ৪৪ কোটি টাকার বেশি। আর রানার্স-আপ ভারত পাবে ২০ লাভ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২২ কোটি টাকার বেশি।

বিশ্বকাপ খেলা সব দলই অর্থ পুরস্কার পাচ্ছে। সেমিফাইনাল খেলা অপর দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি টাকা। লিগ পর্ব থেকে বাদ পরা বাকি দলগুলো পাবে ১ লাখ ডলার করে। এছাড়া লিগ পর্বের প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন