বিজ্ঞাপন

যাত্রীবেশে বিআরটিসির বাসে আগুন: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

November 21, 2023 | 12:10 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বাসের চালক বাসে আগুন দেওয়া ব্যক্তি হিসেবে ওই নেতাকে শনাক্ত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিসের সামনের রাস্তার ওপর বাসটিতে আগুন দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে রুপনগর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলম টুটুলকে (৪৫)।

পুলিশ জানিয়েছে, যাত্রীবেশে কে বা কারা ওই দোতলা বাসে আগুন দেয়। আগুনে গাড়ির ওপরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে টুটুলকে আটক করে।

আরও পড়ুন- মিরপুরে জ্বলল বিআরটিসির বাস, ২৪ ঘণ্টায় ১৬ যানবাহনে আগুন

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা সারাবাংলাকে বলেন, বিআরটিসি গাড়ির চালক টুটুলকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। এরপর তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

এদিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গত ১৮ নভেম্বর রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত চারজনকে সোমবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন