বিজ্ঞাপন

গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে রাশিয়া

November 21, 2023 | 8:39 am

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ‘জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়’ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ২৭ টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করেছে। মন্ত্রণালয়ের প্রেস দফতর এ কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের একটি বিমান মাখাচকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘এল আরিশ বিমানবন্দরে’ পৌঁছেছে। মিশরের এই বিমানবন্দরটি গাজার সবচেয়ে নিকটবর্তী।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে, কার্গো বিমানে জেনারেটর, জামাকাপড়, ব্যান্ডেজ সামগ্রী, শিশু খাদ্যসামগ্রী রয়েছে যার মোট ওজন প্রায় ২৭ টন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের নির্দেশে এসব সামগ্রী গাজায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

‘জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়’ জানায়, এখন পর্যন্ত গাজায় ১৯০ টন ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন