বিজ্ঞাপন

বিএনপির ৫০ নেতাকর্মীর কারাদণ্ড

November 23, 2023 | 5:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দশ বছর আগে রাজধানীর লালবাগ থানার নাশকতার এক মামলায় বিএনপির ৫০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছর তিন মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সাবেক ওয়ার্ড কমিশনার হাজী আলতাফ হোসেন ও মোশারফ হোসেন ওরফে কালা খোকন, জামালুর রহমান চৌধুরী, শফিউদ্দিন আহমেদ সেন্টু, মো.সাইদুল ইসলাম, জিয়ার আলী তাইয়্যন, সাঈদ হোসেন সোহেল ওরফে ক্যাপ সোহেল, হাজী ফয়সাল, আরমান হোসেন বাদল, মো. জুম্মনসহ প্রমুখ।

জানা যায়, বেআইনি সমাবেশের জন্য প্রত্যেককে পেনাল তিন মাসের বিনাশ্রম করাদন্ড, এবং নাশকতার দায়ে তিন বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খান সাজার বিষয় নিশ্চিত করেন।

২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে পুলিশ লালবাগ থানায় মামলাটি দায়ের করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনইউ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন