বিজ্ঞাপন

কক্সবাজারের ৪ আসনের একটিতে নতুন মুখ আ.লীগের

November 27, 2023 | 4:19 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই বর্তমান সংসদ সদস্যদের ওপর আস্থা রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তিনটি আসনেই তারা বর্তমান সংসদ সদস্যদেরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। পরিবর্তন এসেছে কেবল কক্সবাজার-১ আসনে।

বিজ্ঞাপন

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের প্রার্থীর তালিকা থেকে দেখা যায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বহর থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে শাহীন আক্তার আবারও দলের মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন

এই তিনজনের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা প্রয়াত অ্যডভোকেট রফিক উল্লাহর ছেলে। অন্যদিকে শাহীন আক্তার বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী।

রোববার দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই মনোনয়নপ্রাপ্ত নেতাদের সংসদীয় এলাকায় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন, মিষ্টি বিতরণও করেছেন।

অন্যদিকে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য জাফরের আধিপত্যে ভাটা পড়বে বলেও ধারণা করছেন অনেকেই। জমি দখল, টেন্ডারবাজি, দলীয় নেতাকর্মীদের মারধর, বিএনপি-জামায়াতের নেতাদের দলে ভিড়িয়ে সুবিধা দেওয়াসহ নানা অভিযোগ ছিল তার নামে।

বিজ্ঞাপন

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, আমাদের সবার নেত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে সংসদ সদস্য জাফর আলমের বদলে সালাউদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছেন। জাফর আলম নানা কর্মকাণ্ডে বিতর্কিত ছিলেন। সে তুলনায় সালাউদ্দিন আহমেদ অনেকটাই ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তাকে মনোনয়ন দেওয়ায় চকরিয়া-পেকুয়াবাসী খুশি হয়েছে।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন