বিজ্ঞাপন

যুদ্ধবিরতির পঞ্চম দিনে ১২ জিম্মি, ৩০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি

November 29, 2023 | 11:13 am

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল-হামস সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিনে চুক্তি অনুসারে ১২ ইসরায়েলি জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) ১২ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রেডক্রসের প্রতিনিধিরা ১২ জিম্মিকে মিশরে স্থানান্তর করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামাসের হাতে জিম্মি হওয়া আরও ১২ জন ইসরাইলি ভূখণ্ডে ফিরে এসেছে মুক্তিপ্রাপ্তদের নাম উল্লেখ করে তারা বলছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জন ইসরাইলি এবং দুইজন থাই নাগরিক।

বিজ্ঞাপন

এদিকে ইসরাইলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। কাতার জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন নাবালক রয়েছেন। তাদেরকে গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, এ নিয়ে গত শুক্রবার (২৪ নভেম্বর) থেকে চলা যুদ্ধ বিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। অন্যদিকে হামাস মুক্ত করে দিয়েছে অর্ধশতাধিক ইসরাইলিকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন