বিজ্ঞাপন

শেষ সেশনের স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

November 29, 2023 | 5:09 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে সিলেট টেস্টে লিডের দিকেই এগুচ্ছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় দিনের শেষ সেশনে কিউইদের দারুণভাবে টেনে ধরতে পেরেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যাতে সিলেট টেস্টে এখন বাংলাদেশের লিড পাওয়ার সম্ভবনাও জেগেছে!

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৬৬ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ৩১০ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে আরও ৪৪ রানে পিছিয়ে কিউইরা। হাতে তাদের দুই উইকেট। সফরকারীদের স্বীকৃত কোনো ব্যাটার অপরাজিত নেই।

আজ দ্বিতীয় দিন শেষে ৭ রানে অপরাজিত পেসার কাইল জেমিসন। তার সাথে ১ রানে অপরাজিত অপর পেসার টিম সাউদি। ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন এজাজ প্যাটেল।

বুধবার (২৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে ৩১০ রান নিয়ে আজ দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দিনের প্রথম দিনেই দশম উইকেট হারিয়ে সেই ৩১০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তারপর দিনের বেশিরভাগ সময় কেন উইলিয়ামনকে সামলাতেই গেছে বাংলাদেশের। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচ মিস করেছেন উইলিয়ামসন। তবে যখনই খেলার সুযোগ পেয়েছেন রান করেছেন কিউই দলপতি। আজ টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন।

বিজ্ঞাপন

বোলিংয়ে নেমে ৪৪ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে হেনরি নিকোলাসও ফিরলে বেশ চাপেই পরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপরই ড্যারিল মিসেলকে নিয়ে উইলিয়ামসনের প্রতিরোধ। চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান যোগ করেন দুজন। ৫৪ বলে ৪১ রান করা মিচেলকে ফেরান তাইজুল ইসলাম। খানিক বাদে নাঈম হাসান টম ব্যান্ডেলকে ফেরালে ৫ উইকেটে ১৭৫ হয়ে পরে নিউজিল্যান্ড। তারপর আবারও একটা প্রতিরোধ গড়ে তোলেন উইলিয়াসন।

ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপসের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন উইলিয়ামসন। এর মধ্যে নিজে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিটা পূর্ণ করেছেন কিউই দলপতি। তবে উইলিয়ামসনের এই স্বস্তি ছাপিয়ে দ্বিতীয় দিনের শেষ বিকেলটা শুধুই বাংলাদেশের।

বিজ্ঞাপন

বড় জুটি ভাঙতে অনিয়মিত বোলার মুমিনুল হককে আক্রমনে আনেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাজিটা দারুণভাবে কাজে লেগেছে। ২ ওভার বোলিং করা মুমিনুলের বলে শান্তর হাতেই ক্যাচ দিয়েছেন ফিলিপস। ৬২ বলে ৫টি চার ১টি ছয়ে ৪২ রান করেন ফিলিপস।

শেষ বিকেলে মাত্র দুই রানের ব্যবধানে কেন উইলিয়ামসন ও ইশ শোধিকে ফিরিয়ে বাংলাদেশকে লিডের স্বপ্ন দেখাচ্ছেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে সরাসরি বোল্ড হয়েছেন উইলিয়ামসন। ২০৫ বল খেলে ১১টি চারের সাহায্যে ১০৪ রান করে ফেরেন উইলিয়ামসন। কিছুক্ষণ পরই ইশ শোধিকে শাহাদাত হোসেন দিপুর ক্যাচ বানিয়েছেন তাইজুল।

৮৯ রান খরচ করে মোট ৪ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। একটি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও মুমিনু হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন