বিজ্ঞাপন

তাইজুল ঘূর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দেখছে বাংলাদেশ

December 1, 2023 | 5:36 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৩৩২ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ। পরে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১১৩ রান তুলে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

অর্থাৎ ম্যাচ জিততে আগামীকাল টেস্টের শেষ দিনে মাত্র তিন উইকেট প্রয়োজন বাংলাদেশের। অপর দিকে ম্যাচ বাঁচাতে হলে ৭ উইকেট নিয়ে কাল পুরো দিন ব্যাটিং করতে হবে নিউজিল্যান্ডকে। উইকেটে যেভাবে স্পিন ধরছে তাতে কাজটা কঠিনই বটে।

প্রথম ইনিংসে ৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের আজ দ্বিতীয় ইনিংস থেমেছে ৩৩৮ রানে। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ এক সেঞ্চুরি করেন এবং মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ হাফ সেঞ্চুরি করেছেন। বড় লিড নিয়ে বোলিং করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তাইজুল ইসলাম চমকে দিয়েছেন সফরকারীদের।

শুক্রবার (১ নভেম্বর) ৩৩২ রানের লিড নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই কিউইদের নাচিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই টম ল্যাথামকে ফেরান শরিফুল ইসলাম। ইনিংসের দশম ওভারে পথের সবচেয়ে বড় কাটা কেন উইলিয়ামসন ফিরলে সেখানেই যেন বাড়তি আত্মবিশ্বাস পেয়ে যায় বাংলাদেশ!

বিজ্ঞাপন

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উইলিয়ামনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। এই তাইজুলেই কুপকাত হয়েছে নিউজিল্যান্ড। একপ্রান্ত থেকে টানা বোলিং করে গেছেন তাইজুল। ২০ ওভার বোলিং করে ৪০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল। অপর দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানও ভালো বোলিং করেছেন। যাতে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ১১৩ রানেই ৭ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে দাঁড়াতে পেরেছেন কেবল ড্যারিল মিচেল। ৪৪ রান করে এখন পর্যন্ত অপরাজিত তিনি।

এর আগে, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১২ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১০৪ রান করে অপরাজিত ছিলেন। ৪৩ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। শান্ত আজ বেশিদূর এগুতে পারেননি, ১ রান যোগ করেই ফিরেছেন।

বিজ্ঞাপন

তবে রান পেয়েছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ। মুশফিক শেষ পর্যন্ত ৬৪ রানে থেমেছেন। সাত নম্বরে নেমে ৭৬ বল খেলে ৫০ রান করেন মিরাজ। শেষ পর্যন্ত ৩৩৮ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল ৪ উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন