বিজ্ঞাপন

‘বিরতিটা’ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সাব্বির

May 19, 2018 | 5:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নিদাহাস ট্রফির পর প্রায় দুই মাস হয়ে গেছে। আরও অনেক ক্রিকেটারের সঙ্গে সাব্বির রহমানের পার্থক্যটা ছিল অন্যরকম। দলের সতীর্থদের অনেকেই যখন ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত, সাব্বির তখন সেখানে দর্শক। এরপর অনেকেই যখন বিসিএলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন, সেখানেও সাব্বির দর্শক। মাঠের বাইরে এক কিশরকে নিগৃহীত করে যে ছয় মাস নিষিদ্ধ হয়েছেন ঘরোয়া ক্রিকেট থেকে! এই দুই মাস তাই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামার সুযোগ হয়নি তাঁর।

এই কয় মাস কেমন কেটেছে সাব্বিরের? আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, এই বিরতিটা কাজেই এসেছে তাঁর, ‘বাইরে থাকাটা সবচেয়ে বড় বিষয় না। দুই মাস বাইরে ছিলাম, বিসিএল খেলতে পারিনি, মিস করেছি। প্রিমিয়ার লিগ মিস করেছি। এসময় নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি। টেকনিকের কিছু ভুল ছিল, ওইগুলা নিয়ে কাজ করেছি। কিছু সময় বাইরে থাকাটাও ইতিবাচক মনে করি। পরিবারে সময় কাটিয়েছি। আম্মু অসুস্থ ছিল। তাদেরকে সময় দিয়েছি। ব্যক্তিগত অনুশীলন করেছি। সময়টা ভালো গেছে।’

নিদাহাস ট্রফির ফাইনালটা যেখান থেকে শেষ করেছিলেন, ব্যক্তিগতভাবে সেখান থেকেই শুরু করতে চাইবেন সাব্বির। ওই ৭৭ রান অবশ্য শেষ পর্যন্ত বৃথা গেছে, তবে সাব্বিরের জন্য সেটা ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ। সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, এবারও টি-টোয়েন্টি। সাব্বির নিজের করণীয়টাও ঠিক করে ফেলেছেন, ‘টি-টোয়েন্টি ১২০ বলের খেলা। প্রথম কয়েক ওভার একটা পরিস্থিতি যাবে। শেষ ছয় ওভার একটা যাবে আর আছে মিডল ওভার। আমরা যারা মাঝের ওভার খেলব বল-টু-বল যদি রান করতে পারি। অন্তত ৪২ বলে যদি ৬০-৭০ করতে পারি তাহলে হয়ত আমাদের লক্ষ্যটা ভালো হবে। আর যদি মনে করি এক ওভার একটা চার আর একটা ছয় মারতে হবে বড় স্কোরের জন্য, তাহলে টার্গেট কমে যাবে।’

বিজ্ঞাপন

আফগানিস্তানের স্পিন আক্রমণ নিয়ে অনেক কথা হচ্ছে। সাব্বির অবশ্য মনে করছেন, বাংলাদেশ অভিজ্ঞতায় বাকিদের চেয়ে এগিয়ে যাবে, ‘অবশ্যই অভিজ্ঞতায় আমরা এগিয়ে থাকব। আফগানিস্তানের হয়তবা তিন/চারটা বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের অনেক ভালো ভালো অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা আইপিএল খেলে। আর আমাদের অনেক বড় প্লেয়ার আছে। আশা করছি অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জিততে পারব।’

তবে এটা মানলেন, টি-টোয়েন্টিতে নিজেদের দিনে জিততে পারে যে কেউই, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নাই। সবাই বড় দল। আফগানিস্তান খুব ভালো দল হয়ে উঠছে আস্তে আস্তে। ওদের তিন-চারটা বিশ্বমানের প্লেয়ার আছে। ভালো বোলার আছে, ভালো ব্যাটসম্যান আছে। আশা করি আমাদেরও আছে। প্রত্যাশা করছি খুব ভালো সিরিজ হবে আমাদের জন্যে।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন