বিজ্ঞাপন

খুব বেশি পরিবর্তন হচ্ছে না, বললেন মাহমুদ

May 19, 2018 | 6:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কদিন আগেই একটি জাতীয় দৈনিককে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, আফগানিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দলে খুব বেশি পরিবর্তন করা হবে না। আজ মিরপুরে বিসিবির পরিচালক ও নিদাহাস ট্রফির দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও বললেন, আফগানিস্তান সিরিজের দলে খুব বেশি পরিবর্তন করা হবে না।

একটা পরিবর্তন অবশ্য সম্ভবত হচ্ছে, পিঠের চোট থেকে সেরে উঠতে থাকা তাসকিন আহমেদকে আফগানিস্তান সিরিজের দলে রাখা নাও হতে পারে। তা ছাড়া বাকি খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন খালেদ মাহমুদ, ‘আমি মনে করি, এখানে আমাদের অনেক তরুণ আছে। শ্রীলঙ্কা সিরিজেও অনেক ইয়াংরা খেলেছে। কিন্তু নিদাহাস ট্রফির থেকে বেস্ট পসিবল সাইড নিয়েই আমরা খেলব। ওখান থেকে চেঞ্জ করা দরকার হলে দুই একটা টিউন করা হবে। আমি মনে করি না, খুব বেশি পরিবর্তন হওয়া জরুরি, বা হবে। আমার মনে হয়, কন্ডিশনকে মাথায় রেখে যতটুকু করা দরকার সেটাই করা হবে।’

তবে দল নিয়ে এই মুহূর্তে নিজেও খুব বেশি জানেন না বলে দাবি করলেন মাহমুদ। শুধু বললেন, আফগানিস্তানকে বাড়তি সমীহ করার দরকার নেই, ‘আমি একটু বাইরে ছিলাম, পরিকল্পনার বাইরে। আমরা অবশ্যই নিজেদের বেস্ট পসিবল সাইড নিয়ে খেলার চেষ্টা করব। ইন্ডিয়ার কন্ডিশনে খেলা হবে, গরম থাকবে। ওদের স্পিনও ভালো। সবাই জানে, এই ফরম্যাটে আফগানিস্তান দারুণ একটা দল। তবে আমি মনে করি, আফগানিস্তানকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা যথেষ্ট ভালো করছি, আশা করছি এই সিরিজেও দারুণ ক্রিকেট খেলব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন