বিজ্ঞাপন

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

December 6, 2023 | 10:34 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

সিলেটে দুর্দান্ত এক জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের ঢাকা টেস্টের শুরুটা ভালো হলো না। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বরাবরের মতো মিরপুরের পিচ আজও স্পিন বান্ধব। নিউজিল্যান্ডও ইনিংসের ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণ এনেছে। তাতে সুফলও পেলেন কিউইরা। আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর এখন ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১। ৩ রানে এখন ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে শুরু থেকেই নড়বড়ে লেগেছে। বিশেষ করে মাহমুদুল হাসান জয়কে শুরু থেকেই অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। দুজনই উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সকাল সকাল। অভিজ্ঞ মুমিনুল হকও হতাশ করেছেন।

জাকির হাসান একেবারেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মিচেল স্যান্টনারের গতি কমিয়ে হালকা টেনে দেওয়া বলে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়েছিলেন জাকির। কিন্তু ব্যাটে-বলে ঠিকভাবে করতে পারেননি। বল চলে যায় শর্ট মিড উইকেটে কেন উইলিয়ামসনের হাতে। ২৪ বলে ৮ রান করে ফেরেন জাকির।

বিজ্ঞাপন

পরের ওভারেই কাটা পরেন অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। এজাজ প্যাটেলের বলে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন। কিন্তু বল ঠিকভাবে ব্যাটে নিতে পারেননি। এজড হয়ে বল চলে যায় শর্ট লেগে টম লাথামের হাতে। ৪০ বলে ১৪ রান করে ফেরেন জয়।

চারে নামা মুমিনুল হক সৌরভ ভরসা দিচ্ছিলেন। কিন্তু এজাজ প্যাটেলেরই ভেতরে ঢোকা একটা বল সামলাতে পারেননি মুমিনুল। ১০ বলে ৫ রান করা মুমিনুলের ব্যাটের কানা ছুয়ে বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। মিরপুরে স্পিনবান্ধব পিচ বানিয়ে বাংলাদেশ নিজেরাই স্পিনের বিপক্ষে ভুগছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন