বিজ্ঞাপন

‘নির্বাচন মানি না, সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’

December 10, 2023 | 1:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।

বিজ্ঞাপন

রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সেলিমা রহমান বলেছেন, ‘আমরা এ নির্বাচন মানি না। জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। গত ২৮ অক্টোবরের পর আমাদের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সরকার। আমাদের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারে না। ছেলেকে না পেলে বাবাকে নিয়ে যাচ্ছে। অনেককে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে।’

কারাগারে বিএনপির নেতা-কর্মীদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না অভিযোগ করে সেলিমা রহমান বলেন, ‘দেশের বিচার বিভাগ চলছে একজনের নির্দেশে। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লংঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে তিলে তিলে মারতে চায়। আমরা জনগণকে বলব, এই সরকারকে ‘না’ বলুন। আপানারা দোকানপাট বন্ধ রাখুন। বিদেশ ভ্রমণ বাদ দিন। বিয়ে-শাদির কর্মসূচি সংক্ষিপ্ত করুন। দেশে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। পেয়াজের কেজি কত? এভাবে বেশি দিন চলবে না।”

সেলিমা রহমান বলেন, ‘আজকে ডান-বাম সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। অতি শিগগিরই বাংলাদেশের জনগণ বর্তমান আওয়ামী সরকারের পতন ঘটাবে।’

বিজ্ঞাপন

সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বর্তমান সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলীসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন