বিজ্ঞাপন

ইমরুল, সোহান যে কারণে নেই…

May 20, 2018 | 4:28 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক। নিদাহাস ট্রফির দলের পর থেকে কোনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ, ঘরোয়া কোনো টি-টোয়েন্টিও হয়নি। তাহলে ওই দল থেকে ইমরুল, সোহানরা বাদ পড়লেন কেন, মোসাদ্দেক এলেন কীভাবে? তাসকিন অবশ্য চোটের জন্য থাকছেন না, তা আগেই জানা ছিল। মিনহাজুল বললেন, লম্বা সংস্করণের প্রস্তুতি নেওয়ার জন্যই আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি ইমরুল-সোহানকে।

নিদাহাস ট্রফির দলে সোহান ও ইমরুলকে রাখা হলেও একাদশে ছিলেন না দুজনের কেউই। এরপর দুজন প্রিমিয়ার লিগ, বিসিএলে খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। মিনহাজুলের কথা থেকে আভাস পাওয়া গেল, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে বিবেচনা করা হচ্ছে দুজনকে, ‘আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সেগুলো শর্টার ভার্সনের খেলা। ওকে নিয়ে (সোহান) আমাদের অন্যরকম চিন্তা ভাবনা আছে। সামনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা আছে। কিন্তু ওখানে গিয়ে টেস্ট প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন! সামনে লম্বা সফর। যার কারণে কিছু খেলোয়াড়কে অফ করা হয়ছে। যার কারণে ইমরুল কায়েসকে অফ করা হয়েছে।’

সোহানের ব্যাপারেও ব্যাখ্যা দিলেন মিনহাজুল, ‘শর্টার ভার্সনে খেলোয়াড় দেখা কিন্তু খুব কষ্টকর। সামনের ব্যস্ততার কথা চিন্তা করেই সোহানকে ড্রপ দেওয়া হয়েছে। এছাড়া দলে দুইজন উইকেটকিপার ব্যাটসম্যান আছে। লিটনের সঙ্গে মুশফিকও আছে। মুশফিক খুব ভালো করছে। ’

বিজ্ঞাপন

ফর্মের কথা চিন্তা করলে অবশ্য সৌম্য সরকারের সময়টা ভালো যায়নি একদমই। প্রিমিয়ার লিগ, বিসিএল রান পাননি কোথাও। সৌম্যর ব্যাপারেও ব্যাখ্যা দিলেন মিনহাজুল, ‘টি-টোয়েন্টিতে আমরা যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, তার কথাটা সবার আগে চলে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। ওরা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল। আর কোর্টনি ওয়ালশের সঙ্গে তো আমাদের কথা হয় সব সময়ই। যেহেতু সে নিদাহাস ট্রফিতে ছিল, যার কারণে ওয়ালশের সাজেশনটাও আমরা নিয়েছি। ’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন