বিজ্ঞাপন

‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বিবেকের চাপে আছি’

December 18, 2023 | 10:44 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কিশোরগঞ্জ: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের উপর কোনো চাপ নেই। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বিবেকের চাপে আছি।

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

এদিন নির্বাচন অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট জেলার সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মো. আলমগীর বলেন, ‘নির্বাচন চলাকালে বিরোধীদলের সভা-সমাবেশ নিষিদ্ধের বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার। প্রচলিত নিয়ম মেনে সভা-সমাবেশসহ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালাতে কোনো অসুবিধা নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচনের বিরুদ্ধে প্রচার চালানো গণতান্ত্রিক অধিকার। তবে কাউকে ভয় দেখাতে পারবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে।’

নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে না বলেও জানান ইসি আলমগীর।

এ সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলাা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল ইসলামসহ নির্বাচনি কাজে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন