বিজ্ঞাপন

নৌকার সালামের প্রার্থিতা চেম্বারেও বহাল

December 20, 2023 | 3:23 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালামের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২০ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে সালামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভূঁইয়া।

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এম এ সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।

বিজ্ঞাপন

গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল ট্রাইব্যুনাল। এর ফলে এম এ সালামের প্রার্থিতা বাতিল হয়ে যায়। ঋণখেলাপি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ইসি।

পরে ইসির দেওয়া আদেশ চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন এম এ সালাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন