বিজ্ঞাপন

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

December 20, 2023 | 4:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রেলওয়েতে সংঘটিত বিভিন্ন নাশকতার ঘটনায় ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গাজীপুরে যারা রেল লাইন উপড়ে ফেলেছে, তাদের শনাক্ত করে ধরা হয়েছে। তেঁজগাওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদেরও খুঁজে বের করা হবে। আমাদের নিরাপত্তা বাহিনী রয়েছে, তারা দক্ষ। যারা নাশকতা করছেন, জনগণও তাদের প্রতিহত করবে।’

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় নাশকতার শিকড় খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

তেজগাঁওয়ের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার প্রত্যয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এই ছবি দেখলে (তেজগাঁওয়ে কোলে শিশুসহ মায়ের মৃত্যু) যারা মানুষ, তাদের হৃদয় বিচলিত হয়ে ওঠে, তাদের বুক থেকে ডুকরে কান্না বেরিয়ে আসে। মানুষ মাত্রই এমনটা হবে। তবে যারা অমানুষ, যারা জানোয়ার, তারাই এসব ঘটনা ঘটাতে পারে। যারা এ কাণ্ড ঘটিয়েছে, নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করবে।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশের জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমাগত কর্মসূচি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আপনারা দেখছেন, ২৮ অক্টোবরের পর তারা একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসে আগুন দিয়ে হেলপারসহ পুড়িয়ে মেরে এবার তারা রেল লাইন উপড়ে ফেলে দিচ্ছে। এতে শত শত মানুষের দুর্ঘটনায় পড়ার শঙ্কা থেকে যাচ্ছে, যদিও আল্লাহ তায়ালা রক্ষা করছেন।’

অব্যাহত নাশকতার উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘আপনারা জানেন, ২০১৪ ও ২০১৫ সালেও তারা এমন নাশকতা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, আর সরকার বদলানোরও একমাত্র উপায় জনগণের ম্যান্ডেট। যে কারণে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ৪৩টির মধ্যে ২৯টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির এত নাশকতার পরেও মানুষ যখন নির্বাচনমুখী হয়েছে, সারা বাংলাদেশে যখন ভোটের আমেজ তৈরি হয়েছে, তখনই তারা অসহযোগ আন্দোলন করছেন। আমার প্রশ্ন, যারা এই অসহযোগ আন্দোলন করছেন তাদের বাসার বিদ্যুৎ যদি চলে যায়, পানি বন্ধ হয়ে যায়— যেহেতু তারাই চাচ্ছেন বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে যাক, সরকার অচল হয়ে পড়ুক— তাহলে কী হবে? তারা কি বুঝতে পেরেছেন যে গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ সাধারণ জনগণের ক্ষেত্রে যেটা করে, তাদের ক্ষেত্রেও সেটা করবে? তখন কী হবে, সেটাও তাদের চিন্তায় আনা উচিত।’

বিজ্ঞাপন

নাশকতার মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না— জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নাশকতার ঘটনা যতগুলো শনাক্ত করে জড়িতদের ধরা হয়েছে, তারা হয় ছাত্রদল কিংবা যুবদল বা স্থানীয় বিএনপির কোনো নেতা। যারা এরকম নাশকতা করছেন, জনগণ তাদের প্রতিহত করবে। নির্বাচন অবশ্যই সুন্দর হবে।’

‘দেশের বাইরে থেকে তাদের ধ্বংস করার নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা ধ্বংস করছেন। পাশাপাশি আপনারা দেখেছেন, বিএনপির যারা দেশ ও দলকে ভালোবাসেন, তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। বিএনপি ভেঙে আরও দুটি নতুন দল তৈরি হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনারা জানেন। তারা যখন নিজের দলকে গোছাতে ব্যর্থ হয়েছে, তখন তারা সর্বশেষ হাতিয়ার হিসেবে মানুষ হত্যার চেষ্টা করছে’,— বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/জেআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন