বিজ্ঞাপন

বাসের চাকায় থেতলে গেল ভ্যানচালকের পা

May 21, 2018 | 1:03 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর সদরঘাটে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এক ভ্যানচালকের পা থেতলে দিয়েছে যাত্রীবাহী বাস।

সোমবার (২১ মে) দুপুর ১২টায় ঢাকা জজ কোর্টের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালকের নাম আউয়াল হোসেন। তাকে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই বাসের নাম সুপ্রভাত (ঢাকা মেট্টো ব ১৫-৩৫৩৮)। বাসটি সদরঘাট টু গাজীপুর রুটে চলাচল করে।

বিজ্ঞাপন

আউয়ালের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকায় থাকেন। সোমবার (২১ মে) তিনি ভাড়া শেষ করে পল্টন থেকে সদরঘাট যাচ্ছিলেন। বাসটিও গাজীপুর থেকে সদরঘাট যাচ্ছিল।

ট্রাফিক পুলিশের এসআই মোর্শেদ আলম বলেন, ‘ড্রাইভার রোকন ও হেলপার রহিমসহ গাড়িটিকে আটক করা হয়েছে। পা থেতলে যাওয়ায় আওয়াল দাঁড়াতে পারছিলেন না। তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পরে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।’

সদরঘাটে সুপ্রভাত পরিবহনের লাইনম্যান গোপাল বলেন, ‘আউয়ালের চিকিৎসার খরচ বাস কর্তৃপক্ষ বহন করবে। তার সঙ্গে সমঝোতা করে ট্রাফিক পুলিশের কাছে থেকে বাসটি ছাড়িয়ে নেওয়া হবে। যদি সমঝোতা না হয় তাহলে বাসটি থানায় যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন