বিজ্ঞাপন

সামনে আরও কাজ আছে, নৌকার জয় হবে: শেখ হাসিনা

January 7, 2024 | 8:21 am

সিনিয়র করেসপন্ডেন্ট 

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

ভোট দেওয়া শেষে নৌকার জয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সামনে আরও কাজ আছে, আশা করছি নৌকার জয়লাভ হবে। গত মেয়াদে আমরা সরকার গঠন করে যে উন্নয়নের ধারা শুরু করেছি, তা অব্যাহত থাকবে।’

সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই ভোটের জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক কিছু বোমা, গ্রেনেড হামলা মোকাবিলা করেছি। আশা করছি নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। সবাই এসে সুষ্ঠুভাবে ভোট দেবেন।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে বিশ্বাস করেনি। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। মানুষের ভোট কেড়ে নেওয়াই তাদের চরিত্র। জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে।’

বিজ্ঞাপন

এসময় ফের দেশের সব মানুষ ভোট কেন্দ্রে এসে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে আওয়ামী লীগ। ৭ জানুয়ারির ভোটের মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠনের দ্বারপ্রান্তে দলটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন