বিজ্ঞাপন

গোলাকান্দাইলে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

January 7, 2024 | 9:50 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সকাল ৮টা বাজতে না বাজতেই গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। এই বিদ্যালয়ে নারী ও পুরুষ উভয় ভোটাররাই ভোট দিতে পারছেন। তবে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে নারীদেরই ভিড় বেশি। জানা গেছে, বেলা বাড়ার সাথে সাথে বাড়বে পুরুষ ভোটারের উপস্থিতি।

বিজ্ঞাপন

স্কুলের দুই ভবনে গ্রাম অনুযায়ী ভোট দিচ্ছেন ভোটাররা। আনসার ও পুলিশ সদস্যদের ভোটারদের সহযোগিতা করতে দেখা যায়। বয়স্ক ভোটারদের হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে দেখা গেছে। প্রতিটি কক্ষেই সব দলের পোলিং এজেন্ট উপস্থিত। শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে জানান তারা।

প্রিজাইডিং অফিসার ইমন সরকার বলেন, সকাল থেকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সব দলের পোলিং এজেন্ট আছে।

বিজ্ঞাপন

ভোট দিয়ে বের হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পোনাব গ্রামের নন্দরানী, পোরাব গ্রামের মায়ারানী এবং আইতলা গ্রামের আইজুন্নেসা। তারা জানান, কেউ কোনো ভয়ভীতি বা চাপ প্রয়োগ করেনি তাদের উপর। নির্বিঘ্নে নিজের পছন্দের পার্থীকে ভোট দিয়েছেন তারা।

নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বিপরীতে আছেন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজা, সোনালী আঁশ নিয়ে তৃণমূল বিএনপির তৈমূর আলম খন্দকার, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহীদুল ইসলাম, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ যোবায়ের আলম ভূইয়া, ট্রাক প্রতীকে স্বতন্ত্র মো. জয়নাল আবেদীন চৌধুরী, কেটলি প্রতীকে স্বতন্ত্র মো. শাহজাহান ভূঁইয়া, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম আলমিরা প্রতীকে স্বতন্ত্র মো. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন