বিজ্ঞাপন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী শিরীন শারমিন চৌধুরী

January 7, 2024 | 12:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রংপুর-৬ আসনের নির্বাচনি এলাকার ফতেপুর লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের একথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরে পীরগঞ্জ উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সে কারণেই মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দেবে। এ উপজেলার উন্নয়নে ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি গ্রামেগঞ্জে মানুষের যে সাড়া পাচ্ছি, তা এ কথায় অভূতপূর্ব। এ এলাকার জনগণ নৌকাপ্রিয়, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমি পীরগঞ্জকে মডেল উপজেলা বানাব।’

বিজ্ঞাপন

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া যাদু ‘লাঙল’, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন ‘হাতঘড়ি’, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ‘ডাব’, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ‘ট্রাক’ এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী ‘কাঁচি’ প্রতীকে ভোটযুদ্ধে লড়ছেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন, পুরুষ ১ লাখ ৬৪ হাজার ২৫২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নৌকা বিজয়ের দৌড়ে এগিয়ে থাকলে প্রতিদ্বন্দ্বিতা লাঙ্গলের পাশাপাশি আলোচনায় আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন