বিজ্ঞাপন

এ বছর ৬৫ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত

December 19, 2017 | 3:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রিপোর্টাস উইদাউট বর্ডার (আরএসএফ) জানিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী ৬৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। আজ আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫০ জন রিপোর্টার। গত ১৪ বছরে সাংবাদিক নিহতের ঘটনা এবারেই কম।

প্রতিবেদনে সিরিয়াকে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিহিত করা হয়। সিরিয়া যুদ্ধে ১২ জন সাংবাদিক নিহত হয়েছে। আর মেক্সিকোতে ১১ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন।

বিজ্ঞাপন

আরএসএফ জানায়, সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল মেক্সিকোতে এএফপি’র প্রদায়ক জাভিয়ের ভালদেজের ঘটনা। অভ্যন্তরীন বিষয় নিয়ে প্রতিবেদনের জন্য ভালদেজকে মে মাসে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

আরএসএফ আরো জানায়, মেক্সিকো যুদ্ধবিধ্বস্ত দেশ না হলেও সেখানে রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে প্রতিবেদন করা হলে তার প্রতিবেদক কিংবা প্রদায়কদের টার্গেট করে হত্যা করা হয়।

এছাড়া ইরাক, ইয়েমেন এবং লিবিয়া দেশকেও সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ বলা হয় প্রতিবেদনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএইচটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন