বিজ্ঞাপন

ঢাকা-১৬: কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি

January 7, 2024 | 2:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ভোটের দিন সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরে দিকে তা বাড়তে থাকে।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) ঢাকা-১৫ ও সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন দুপুরে জান্নাত একাডেমি হাইস্কুল ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। ভোটাররাও স্বচ্ছন্দে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জান্নাত একাডেমি হাইস্কুল ভোট কেন্দ্রে চারটি সেন্টারে ৯ হাজার ৭৮৯ ভোটার রয়েছেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। আশা করছি বিকেল পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

মিরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্র চোখে পড়ে।

বিজ্ঞাপন

তবে এদিন প্রতিদন্দ্বী ছয়জন প্রার্থীর মধ্যে নৌকা, লাঙল ও ঈগল প্রতীকের এজেন্ট দেখা গেলেও অন্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে দেখা যায়নি।

সংসদীয় আসন ১৮৯ ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড-২, ৩, ৫ ও ৬ নিয়ে গঠিত। আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫ হাজার ৬৯০ জন, আর নারী ১ লাখ ৯২ হাজার ৫৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ৯ জন। মোট ভোট কেন্দ্র ১৩৭টি।

ঢাকা-১৬ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— আওয়ামী লীগের নৌকা প্রতীকে ইলিয়াস উদ্দিন মোল্লা (বর্তমান এমপি), জাতীয় পার্টির লাঙল প্রতীকে আমানত হোসেন, ন্যাশনালিস্ট ফ্রনেন্টের (বিএনএফ) টেলিভিশন প্রতীকে সজীব কায়সার, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকে তৌহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে তারিকুল ইসলাম এবং ঈগল প্রতীকে ভোটে অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন