বিজ্ঞাপন

রূপগঞ্জের ভোট কেন্দ্রে বিদেশি পর্যবেক্ষক দল

January 7, 2024 | 3:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

রূপগঞ্জ থেকে: রূপগঞ্জের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাজ্য, নাইজেরিয়া, ডেনমার্কসহ কয়েকটি দেশের প্রতিনিধি দল। রোববার (৭ জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ-১ আসনের রূপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

দুপুর বারোটার দিকে মুরাপাড়ার বানিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন নাইজেরিয়া সিনেটের একটি প্রতিনিধি দল। এসময় তারা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কথা বলেন ভোটারদের সঙ্গেও। ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেন। তবে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলতে চাননি।

মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের দুইজন পর্যবেক্ষক। তবে তারাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূর আলম শামীম সারাবাংলাকে বলেন, ‘পর্যবেক্ষকরা ভোটারদের সংখ্যা, প্রার্থী এবং ভোটের পরিস্থিতি জানতে চেয়েছেন।’ মুড়াপাড়া পাইলট হাইস্কুলে পরিদর্শন করে বেলারুশের একটি প্রতিনিধি দল। তারাও ভোট শান্তিপূর্ণ বলে গণমাধ্যমের কাছে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছে, ভোট সুস্ঠুভাবে গ্রহন করা হচ্ছে বলে তাদেরকে অবহিত করা হয়েছে।

সারাবাংলা/জেআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন