বিজ্ঞাপন

২০ হাজার ভোটে সাবেক মেয়র মনজুরকে হারালেন নৌকার বাচ্চু

January 7, 2024 | 10:35 pm

সারাবাংলা টিম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র এম মনজুর আলমকে।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার চট্টগ্রাম মহানগরী ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, খুলশী, হালিশহর) আসনে মোট ১৪৮ ভোটকেন্দ্র। সবকটি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী, নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র এম মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫। প্রার্থী ছিলেন মোট ৯ জন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ২১১। ভোট দিয়েছেন ১ লাখ ২ হাজার ৭৪৯ জন। ভোটের হার ২১ দশমিক ১৫ শতাংশ।

বিজ্ঞাপন

পাঁচমাস আগে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জিতেছিলেন নগর যুবলীগের সাবেক আহবায়ক মো. মহিউদ্দির বাচ্চু। দ্বিতীয় দফায় মনোনয়ন পেয়ে তাকে এম মনজুর আলমের মতো শক্ত প্রতিদ্বন্দ্বির পাশাপাশি রাজনৈতিক সতীর্থ সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদকেও ভোটের মাঠে মোকাবেলা করতে হয়েছে।

তিনবারের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুর পর এ আসনে গত বছরের ৩০ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন