বিজ্ঞাপন

চট্টগ্রামের একমাত্র নারী এমপি নৌকার সনি

January 8, 2024 | 12:21 am

সারাবাংলা টিম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটে জয় পেয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার জেলার ১০টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করছেন।

চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭। ভোট দিয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৬৫ জন। ভোটের হার ৩২ দশমিক ৭৪ শতাংশ।

মোট ১৪২ ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৬৮৫ ভোট। তরমুজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট। আওয়ামী লীগ নেতা তৈয়ব উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে ভোটের মাঠে এসেছিলেন।

বিজ্ঞাপন

খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে। বর্তমান সংসদে তিনি সংরক্ষিত আসনের সদস্য হিসেবে আছেন।

সারাবাংলা/এসএন/আরডি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন