বিজ্ঞাপন

চট্টগ্রাম দক্ষিণের ৩ আসনে নৌকার জয়

January 8, 2024 | 2:43 am

সারাবাংলা টিম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম দক্ষিণের পাশাপাশি তিন সংসদীয় আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। এরা হলেন— চট্টগ্রাম-১২ আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নৌকার তিন প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার জেলার ১০টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে পরাজিত করেছেন। মোতাহেরুল পেয়েছেন নৌকা প্রতীকে এক লাখ ২০ হাজার ৩১৩ ভোট। ঈগল প্রতীকে সামশুল পেয়েছেন ৩৫ হাজার ২৪০ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ২৯ হাজার ৪২৮ জন। ভোট দিয়েছেন এক লাখ ৬৮ হাজার ৭৭৮ জন। ভোটের হার ৫১ দশমিক ২৩ শতাংশ। মোট কেন্দ্র ১০৮টি।

বিজ্ঞাপন

মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে দল মনোনয়ন দেয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে অন্তত ২০ বার হামলার শিকার হন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটা হেসেখেলেই জয় পেয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসাইন মোমবাতি প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১৪১ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। ভোট দিয়েছেন দুই লাখ তিন হাজার ৯২১ জন। ভোটের হার ৫৬ দশমিক শূন্য ৭ শতাংশ। মোট কেন্দ্র ১১৮টি।

বিজ্ঞাপন

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রয়াত রাজনীতিক আক্তারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান। বাবা-ছেলে উভয়ই চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন। বাবার মৃত্যুতে উপনির্বাচনে জাবেদ প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে আরও দুবার সাংসদ হন এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের নেতা আব্দুল জব্বার চৌধুরী ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট। তিনি উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে ভোটের মাঠে এসেছিলেন।

এ আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ২৯৩ জন। ভোট দিয়েছেন এক লাখ ১৪ হাজার ৪২৬ জন। ভোটের হার ৪০ দশমিক ৬৮ শতাংশ। মোট ভোটকেন্দ্র ১০০টি।

নজরুল ইসলাম চৌধুরী এ আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/আরডি/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন