বিজ্ঞাপন

দ্বাদশে কমেছে নারী সংসদ সদস্য

January 8, 2024 | 7:59 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমেছে নারী সংসদ সদস্যের সংখ্যা। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ১৯ জন। একাদশে এই সংখ্যা ছিল ২২।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি নারী প্রার্থী (৯২ জন) অংশ নিয়ে ১৯ জন বেসরকারিভাবে জয়ী হন। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১৫ জন নারী ও স্বতন্ত্র চারজন। স্বতন্ত্রভাবে জয়ী চার নারীই অবশ্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে, গত ২৬ নভেম্বর আওয়ামী লীগ ২৯৮টি আসনে ২৪ জন নারীকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেয়। এর মধ্যে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছিলেন শাম্মী আহমেদ ও নিলুফার আনজুম। পরবর্তী সময়ে শাম্মী আহমদেসহ কয়েকজনের প্রার্থিতা বাতিল ও প্রত্যাহার করা হয়।

দ্বাদশে জিতলেন যারা

বিজ্ঞাপন

১. গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা (আওয়ামী লীগ)
২. রংপুর-৬: ড. শিরীন শারমিন চৌধুরী (আওয়ামী লীগ)
৩. গাজীপুর-৩: রুমানা আলী (আওয়ামী লীগ)
৪. গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি (আওয়ামী লীগ)
৫. মুন্সিগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন (আওয়ামী লীগ)
৬. শেরপুর-২: মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ)
৭. কিশোরগঞ্জ-১: সৈয়দ জাকিয়া নূর (আওয়ামী লীগ)
৮. চট্টগ্রাম-২: খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ)
৯. চাঁদপুর-৩: ডা. দীপু মনি (আওয়ামী লীগ)
১০. বাগেরহাট-৩: হাবিবুন নাহার (আওয়ামী লীগ)
১১. বরগুনা-২: সুলতানা নাদিরা (আওয়ামী লীগ)
১২. কক্সবাজার-৪: শাহীন আক্তার (আওয়ামী লীগ)
১৩. বগুড়া-১: সাহাদারা মান্নান (আওয়ামী লীগ)
১৪. সিরাজগঞ্জ-২: জান্নাত আরা হেনরী (আওয়ামী লীগ)
১৫. গাইবান্ধা-৩: উম্মে কুলসুম স্মৃতি (আওয়ামী লীগ)
১৬. গাইবান্ধা-১: আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র)
১৭. মাদারীপুর-৩: মোসা. তাহমিনা বেগম (স্বতন্ত্র)
১৮. সুনামগঞ্জ-২: ড. জয়া সেন গুপ্তা (স্বতন্ত্র)
১৯. হবিগঞ্জ-১: আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (স্বতন্ত্র)

সারাবাংলা/আরএফ/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন