বিজ্ঞাপন

শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ১১ জন [তালিকা]

January 10, 2024 | 8:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন। এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এরই মধ্যে তাদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী যারা

শেখ হাসিনার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে আছেন— আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২) ও স্থপতি ইয়াফেস ওসমান।

এই ১৩ জনের সবাই একাদশ জাতীয় সংসদের শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন। এর মধ্যে মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান ছিলেন প্রতিমন্ত্রী। বাকি সবাই ছিলেন পূর্ণ মন্ত্রী। তাদের মধ্যে স্থপতি ইয়াফেস ওসমান ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী। এবারও তিনি টেকনোক্র্যাট হিসেবেই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

বিজ্ঞাপন

পূর্ণ মন্ত্রীর তালিকায় আরও আছেন— মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মেকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবেক হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান পাপান (কিশোরগঞ্জ-৬) ও সামন্ত লাল সেন।

এই ১২ জন নতুন হিসেবে দ্বাদশের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তবে তাদের মধ্যে ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক হোসেন চৌধুরী ও জাহাঙ্গীর কবির নানক এর আগেও শেখ হাসিনার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। আবার নতুন হিসেবে মন্ত্রিসভায় ডাক পাওয়া সামন্ত লাল সেনও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হবেন।

প্রতিমন্ত্রী হচ্ছেন যে ১১ জন

শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা হলেন— সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

বিজ্ঞাপন

এই ১১ জনের মধ্যে নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী ও জাহিদ ফারুক একাদশেও শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। বাকিরা প্রথমবারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

সারাবাংলা/জেআর/এনআর/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন