বিজ্ঞাপন

‘বিএনপির তরুণ নেতা-কর্মীরাই টার্গেট’

May 22, 2018 | 1:56 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: চলমান মাদকবিরোধী অভিযানে বিএনপির তরুণ নেতা-কর্মীরাই টার্গেট বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সোমবার (২১ মে) রাতে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য আমজাদ হোসেন নিহত হয়েছেন জানিয়ে রিজভী বলেন, ‘আসলে মাদক নির্মূলের নামে বিচার বর্হিভূত হত্যার যে হিড়িক চলছে এর রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে টার্গেট করে বিরোধী দলের তরুণ নেতা-কর্মীদের মেরে ফেলা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত রাতেও চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চুয়াডাঙ্গা, নীলফামারী, নেত্রকোনা, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জনকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। আমরা আশঙ্কা করেছিলাম এর পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আমজাদকে হত্যার মধ্য দিয়ে সেটি এখন ফুটে উঠেছে।’

‘আগামী নির্বাচন সামনে রেখে আতঙ্ক তৈরি করাই সরকারের উদ্দেশ্য’— এমন মন্তব্য করে রিজভী বলেন, আমরা মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে নই। অপরাধীদের গ্রেফতার করুন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন, আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।’

‘কিন্তু তা না করে বন্দুকের অপব্যবহারে মানুষ হত্যা কারো কাম্য নয়’— বলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ধরা হচ্ছে চুনোপুঁটিদের, মাদকের গডফাদারদের নয়। যারা মাদক ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তাদেরকে সরকারের মন্ত্রীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছেন। সেখানেই সরকারের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে।’

পবিত্র মাহে রমজানেও পোশাকে ও সাদাপোশাকে পুলিশি তল্লাশির নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানী করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি জানান, গত রাতে সেহরির কিছুক্ষণ আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসা ‘সিলেট হাউস’-এ ডিবি পরিচয়ে পুলিশি তল্লাশীর নামে তাণ্ডব চালানো হয়। জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে ইলিয়াস আলীর অসুস্থ স্ত্রীকে দরজা খোলার জন্য বলা হয়।’

‘আতঙ্কিত ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিএনপি নেতাদেরকে ফোন করে বিষয়টি জানান। পরে ইলিয়াস আলীর বাসার সামনে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ডিবি পরিচয় দেওয়া লোকগুলো সেখানে থেকে চলে যান’—জানান রিজভী

বিজ্ঞাপন

এদিকে, রাজশাহী সাহেব বাজার সিটি করপোরেশন মার্কেটে ঝোলানো সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ঈদ শুভেচ্ছা ব্যানার বে-আইনিভাবে নামিয়ে ফেলেছে বলে জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল স্থানীয় সাহেব বাজার সিটি করপোরেশন মার্কেটে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার ঝুলিয়েছিলেন। কিন্তু পুলিশ সরকারী দলের নির্দেশে বর্তমান মেয়রের ব্যানারটি খুলে ফেলে।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের নৌকার পক্ষে কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘গতকাল (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় গাজীপুর এলাকার সংসদ সদস্য ও সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন। যা নির্বাচন আচরণ বিধির সম্পূর্ণ লংঘন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবীবুল ইসলাম হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমীনুল ইসলামসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/জেএএম

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন