বিজ্ঞাপন

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

January 14, 2024 | 4:09 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে তারই কার্যালয়ে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) ফরহাদ হোসেন বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিক-নির্দেশনা দিতে পারেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন মেয়াদে অগ্রাধিকার কী হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে ইশতেহার ঘোষণা করেছেন, আগামী ৫ বছর সে অনুসারে কাজ করবো। এরইমধ্যে আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যা আমার জন্য অনেব বড়ো কিছু। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তিনি আবার আমাকে সুযোগ দিয়েছেন। আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাব। গত পাঁচ বছরে আমি কাজগুলো বুঝে নিয়েছিলাম। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। সে হিসেবে আমাদের জনবলকে সুপ্রশিক্ষিত করেছেন।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘বাজেটের আকার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি, সরকারি কর্মকর্তারা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সেগুলো সম্পন্ন করতে পেরেছেন। রাইট ম্যান রাইট প্লেসে, যে স্লোগান ছিল, সেটি যথাযথ বাস্তবায়ন করেছি। সে ক্ষেত্রে আমাদের মাঠপ্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দফতর ও সংস্থায় লোকবলগুলোকে সঠিক জায়গায় দিতে পেরেছি।’

এর আগে, গত শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন