বিজ্ঞাপন

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা, স্কুল খোলার সময় এলো বন্ধের নোটিশ

January 23, 2024 | 10:30 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহীতে মৃদ্যু শৈত্যপ্রবাহের কারণে দু’দিন স্কুল বন্ধ থাকার পর সর্বনিম্ন তাপমাত্রায় খুলেছে সব স্কুল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই আগের নিয়মে স্কুলগুলো খুলেছিল। তবে সকাল সাড়ে নয়টার দিকে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ছিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (২০ জানুয়ারি) রাতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে দু’দিন স্কুল বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা দফতর। ওইদিন রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর একইসাথে এই ঘোষণা দেয়। রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেওয়া হলো।

তবে এদিন প্রাথমিক স্কুল চালু করে আবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘আমরা আবহাওয়ার খবর পেয়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এটার পরামর্শ দিয়েছেন আমাদের উপপরিচালক। তিনি অফিসে এসে স্কুল বন্ধের নির্দেশ দেন।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও স্কুলের সময় হয়নি। আমরা ১০টা থেকে ক্লাস শুরু করবো বলে জানিয়েছিলাম। যদি কেউ আসে তাহলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে কথা বলার জন্য প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক সানাউল্লাহকে বেশ কয়েকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া যায়নি।

স্কুল খোলার ঘোষণার পর শিশুদের সকাল থেকে বাড়ি ফিরে যেতে দেখা যায়। রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, বিভিন্ন শ্রেণির শিশুদের ছুটি বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কী কারণে ছুটি তা বলা হচ্ছে না।

বিজ্ঞাপন

একই অবস্থা অন্য সব প্রাথমিক স্কুলগুলোতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট আগে স্কুল ছুটির বার্তা পেয়েছি। শিশুরাও স্কুলে চলে এসেছে। এখন বুঝিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আকাশেও রোদ আছে। দু’টি ক্লাসের পর তাদের ছুটি দেওয়া যেত।’

তবে প্রাথমিক বন্ধ থাকলেও মাধ্যমিক স্কুলগুলো খোলা থাকছেই। জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন বলেন, ‘সোমবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছিল। মঙ্গলবার স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছে তাই আর বন্ধ করা হচ্ছে না। আমাদের উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের ক্লাসে বেশি চাপ দিতে নিষেধ আছে। তাদের রোদে পাঠাতে বলা হয়েছে। এখন আর বন্ধের মতো পরিস্থিতি নেই। সব শিক্ষার্থীরা স্কুলে চলে এসেছে। আমরা বিকেলে বসে ঠিক করবো আগামীকাল স্কুল খুলবে কি না। এ বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘আগামী কয়েকদিন মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসময় দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ছয়টায় রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন