বিজ্ঞাপন

দেশে ফিরেছেন সাকিব, থাকবেন পর্যবেক্ষণে

January 25, 2024 | 9:05 am

স্পোর্টস ডেস্ক

চোখের সমস্যার কারণে বিপিএলের শুরুতেই চিকিৎসার জন্য লন্ডন ও সিঙ্গাপুর গিয়েছিলেন সাকিব আল হাসান। বিপিএলে আর খেলতে পারবেন কিনা সেটা নিয়েই ছিল বড় শঙ্কা। তবে চোখের অস্ত্রোপচার না লাগায় চিকিৎসকের পরামর্শে গতকাল রাতেই দেশে ফিরেছেন সাকিব। সিলেট পর্বের আগে রংপুর রাইডার্স দলের সাথে যোগ দেবেন তিনি।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। এই অস্বস্তি প্রভাব ফেলেছে তার ব্যাটিংয়েও। বিশ্বকাপের পর চোখের সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তিনি। তবে কিছুতেই লাভ হয়নি। বিপিএলের প্রথম সপ্তাহে চোখের চিকিৎসায় লন্ডনে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ফিরে ম্যাচও খেলেছিলেন তিনি। এরপর আবার টুর্নামেন্টের মাঝপথেই সিঙ্গাপুরে যান সাকিব। পুরো বিপিএলে আর খেলা হবে কিনা সাকিবের, সেটা নিয়েই ছিল বড় প্রশ্ন।

গতকাল রাতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক বার্তায় জানিয়েছেন, চোখের এক জটিল সমস্যায় ভুগছেন সাকিব। দেশে ফিরলেও থাকবেন পর্যবেক্ষণে, ‘সাকিব বাঁ চোখের সূক্ষ্ম সমস্যায় ভুগছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞওদের সঙ্গে পরামর্শ করার পর একাধিক পরীক্ষা করে তার চোখে ‘এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরা কোরিওরেটিনোপ্যাথি’ রোগের সংক্রামণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে। এই রোগ চোখের রেটিনাকে প্রভাবিত করে, যা দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিকেল টিম গভীরভাবে পর্যবেক্ষণ করবে ও কার্যকর ব্যবস্থা নেবে।’

সাকিব গতকাল রাতে দেশে ফিরেছেন। সিলেট পর্বের জন্য প্রস্তুতি নেওয়া রংপুর দলের সাথেও আজ যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। তবে সাকিব রংপুরের হয়ে খেলতে নামবেন কবে সেই ব্যাপারে জানা যায়নি। আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন