বিজ্ঞাপন

ক্যাম্পে রিপোর্টিং শনিবার, মুখিয়ে ফুটবলাররা

May 22, 2018 | 10:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: মাঝে বহু সময় পেরিয়ে গেছে দেশের ফুটবলে। কোচও চূড়ান্ত হয়েছে। জেমি ডে আসছে জুনের প্রথম সপ্তাহে। তার আগে বিকেএসপিতে ক্যাম্প শুরু হবে শনিবার (২৬ মে) থেকে। ক্যাম্পে ডাক পাওয়া ৪৪ ফুটবলারদের রিপোর্টিং তারিখ দেয়া একই সময়ে। সুফিল-জামালরাও মুখিয়ে আছে ক্যাম্পের জন্য।

এদিকে ফিটনেস কোচ মারিও লেমস চলে গেছে। চুক্তি থাকার সময়ও ফুটবলারদের নিয়ে কোন ফিটনেসের কাজ হয়নি। ফুটবলাররা নিজ উদ্যোগেই পরিশ্রম চালিয়ে গেছেন। অনেকের ফিটনেসের অবস্থাও নাজুক! তবে সবাই মুখিয়ে আছেন ক্যাম্পকে ঘিরে।

ইন্দোনেশিয়ায় আসন্ন ‘এশিয়ান গেমস্ ২০১৮’ ও দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে বিকেএসপিতে স্থানীয় কোচের আওতাধীনে এই ক্যাম্প শুরু হবে। সেজন্য প্রাথমিকভাবে ৪৪ জন ফুটবলারকে ডাকা হয়েছে। মতিন মিয়া ও হেমন্ত ভিনসেন্ট ইন্জুরি সেড়ে ক্যাম্পে যোগ দিবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফুটবলারদের শনিবার দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীসহ দলীয় ম্যানেজার জনাব সত্যজিৎ দাশ রূপুর নিকট মতিঝিলস্থ বাফুফে ভবনে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামি ২৬ মে থেকে বিকেএসপিতে শুরু হবে ফুটবলারদের আবাসিক ক্যাম্পে। নতুন কোচের অধীনে সাফ ও এশিয়ান গেমসের মিশনে মাঠে নামবেন ফুটবলাররা।

বিজ্ঞাপন

প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ছয়জন গোলরক্ষক, ১৬ জন ডিফেন্ডার, ১২ জন মিডফিল্ডার ও ১০জন স্ট্রাইকারকা ডাকা হয়েছে।

৪৪ সদস্যের প্রাথমিক দল:

গোলরক্ষক- আশরাফুল ইসলাম রানা, মোঃ শাহিদুল  আলম, মাহফুজ হাসান প্রিতম, আনিসুর রহমান, মিথুল হাসান ও পাপলু হোসেন।

ডিফেন্ডার- তপু রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোঃ ফয়সল আহমদ, মোঃ মামুন মিয়া, মোঃ ওয়ালি ফয়সাল, সাদ্দাম হোসেন অনী, মোঃ আবু সুফিয়ান, উত্তম কুমার বনিক, মোঃ আল আমিন, মোঃ রবিউল হাসান, শেখ মোঃ মনঞ্জুরুল রহমান, মোঃ আতিকুর রহমান ফাহাদ, নুরুল নাঈম ফয়সার, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, ও মোঃ টুটুল হাসান বাদশা।

বিজ্ঞাপন

মিডফিল্ডার- মোঃ মামুনুল ইসলাম, মোঃ ইমন মাহমুদ, জামাল ভুঁইয়া, মোঃ জুয়েল রানা, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, মোঃ আব্দুল্লাহ, সুহেল রানা, হেমন্ত ভিনসেন্ট, মোঃ রহমত মিয়া, মোঃ মতিন মিয়া ও মোহাম্মদ আলী হোসাইন।

স্ট্রাইকার- মোঃ সাদ উদ্দিন, মোঃ ইব্রাহিম, রুবেল মিয়া, জাফর ইকবাল, মাহবুবুর রহমান, মোঃ স্বাধীন, বিপলু আহমদ, তাওহীদুল ইসলাম সবুজ, মোঃ নাবিব নওয়াজ জীবন ও মনসুর আমিন।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন