বিজ্ঞাপন

কবি সুহিতা সুলতানা পাচ্ছেন মধুসূদন পদক

January 25, 2024 | 9:44 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মধুসূদন জন্মজয়ন্তী অনুষ্ঠানে এবার সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটেগরিতে মহাকবি মাইকেল মধুসূদন পদক পাচ্ছেন সুহিতা সুলতানা। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আয়োজিত মধুমেলার সপ্তম দিনের অনুষ্ঠানে মধুমঞ্চে আজ বৃহস্পতিবার তার হাতে এ পদক তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানার জন্ম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোরের নলভাঙায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তিনি। সাহিত্যজীবনে ২০টির বেশি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস ও একাধিক প্রবন্ধগ্রন্থের রচয়িতা সুহিতা সুলতানা বাংলা ভাষার পাশাপাশি নরওয়েজিয়ান, রুশ ও হিন্দি ভাষায়ও চর্চা করেন। ‘শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থের জন্য এবারের পদক পাচ্ছেন তিনি।

বাছাই কমিটির সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা বুধবার বলেন, নিয়মিত দুই ক্যাটেগরিতে পদক দেওয়া হয়। গবেষণা (প্রবন্ধ) ক্যাটেগরিতে জমা হওয়া বইয়ের মধ্যে এবার উপযুক্ত বই পাওয়া যায়নি। যে কারণে একটি পুরস্কারই দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন