বিজ্ঞাপন

সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

January 30, 2024 | 5:32 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

পিরোজপুর: জেলার নেছারাবাদ উপজেলায় প্রতিপক্ষের হামলায় শেখর কুমার সিকদার (৫৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আন্ধারকূল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদার তার লোকজন দিয়ে শেখর কুমারের ওপর হামলা করেছেন। এতে তিনি মারা গেছেন।

শেখর কুমারের ছোট ভাই শংকর কুমার সিকদার বলেন, ‘কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদারের নাম ওপরের দিকে লেখা হয়নি। এ ঘটনায় মিঠুন হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে লোকজন নিয়ে মারধর করে। এতে তিনি মারা যান।’

বিজ্ঞাপন

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান চেয়ারম্যান। আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হাওলাদার বলেন, ‘আমি শেখর কুমার সিকদারের কাছে পাওনা টাকা চাইলে তিনি উত্তেজিত হন। এ সময় আমার লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কোনো মারধর করা হয়নি।’

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শেখর কুমার সিকদার স্থানীয় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। পথে কুড়িয়ার বাজারে একদল যুবক শেখর কুমার সিকদারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পেছন থেকে আসা ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়। পাশাপাশি স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া বলেন, ‘শেখর কুমার সিকদারকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক এ কথা তার স্বজনদের জানানোর পরেও তারা বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শেখর কুমারের শরীরে কিলঘুষির আঘাত রয়েছে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ‘শেখর কুমার সিকদারকে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন