বিজ্ঞাপন

কালো আর্মব্যান্ড নিয়ে খেলেছেন সাকিবরা

May 23, 2018 | 1:39 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে নাঙ্গারহার প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত হন। সেই শোক আফগানিস্তান সীমান্ত পেরিয়ে চলে এসেছিল ভারতের মাটিতে চলমান আইপিএলের ম্যাচেও। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে ধোনি-রায়না-ডু প্লেসিসদের চেন্নাই আর উইলিয়ামসন-সাকিব-রশিদ খানদের হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল।

ম্যাচে সাকিব-রশিদরা আফগানিস্তানের সেই হত্যাযঞ্জের স্মরণে হাতে কালো আর্মব্যান্ড পড়ে নেমেছিলেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হায়দ্রাবাদের তারকা আফগান ক্রিকেটার রশিদ খান এবং মোহাম্মদ নবীর ডাকে সাড়া দিয়ে সাকিবরা কালো আর্মব্যান্ড পড়েন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাকিব-রশিদদের দল হায়দ্রাবাদকে এমন কাজের জন্য সাধুবাদ জানিয়ে টুইট করেছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার আফগানিস্তানে ঐ হত্যাকাণ্ড ঘটে। নাঙ্গারহার প্রদেশের প্রাদেশিক গভর্নর আতাহউল্লাহ খোগিয়ানি পরে নিশ্চিত করেন, জালালাবাদে ঘটে যাওয়া এই বিস্ফোরণে আট জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে দিবারাত্রির ঐ ম্যাচের আয়োজনে খেলোয়াড়রা ছাড়াও শত শত দর্শক অংশগ্রহণ করেছিলেন। এই হামলার সঙ্গে কে জড়িত সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে এই বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে নাঙ্গারহার প্রদেশে তালেবান জঙ্গী এবং ইসলামী স্টেট গোষ্ঠী সক্রিয় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন খোগিয়ানি। এর আগে গত ৯ ফেব্রুয়ারিতে দেশটির নানগরহার প্রদেশে এক ক্রিকেট মাঠে নিয়ন্ত্রিত বোমা হামলা চালানো হয়েছিল। সেই হামলায় তিন ক্রিকেটার নিহত এবং ছয়জন দর্শক আহত হয়েছিলেন।

উল্লেখ্য, ম্যাচটিতে হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হায়দ্রাবাদ-চেন্নাই মুখোমুখি হয়। সাকিব-রশিদদের দল হায়দ্রাবাদ হেরে যাওয়ায় সরাসরি ফাইনালের টিকিট কাটে ধোনি-রায়নাদের চেন্নাই। তবে, সাকিবদের সুযোগ শেষ হয়ে যায়নি। এলিমিনেটর ম্যাচে কলকাতা-রাজস্থানের মধ্যকার জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নেবে হায়দ্রাবাদ। সেখানে জিতলে ফাইনালের টিকিট কাটবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। ফাইনালে তাহলে সেই চেন্নাইকেই পাবে সাকিবরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন