বিজ্ঞাপন

১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরানো হচ্ছে শিগগিরই: প্রধানমন্ত্রী

May 23, 2018 | 2:36 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়া হবে। বুধবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএয়ের নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম সৌজন্য সাক্ষাত করলে প্রধানমন্ত্রী তাকে এই কথা বলেন।

নাটালিয়া কানেমকে প্রধানমন্ত্রী বলেন, স্রেফ মানবিক কারণেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

স্থানীয় জনগণ এ কাজে খুব সহায়তা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততিদন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে সেখানে সরিয়ে নেওয়া হবে।

রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে গড়ে প্রতিদিন ৬০জন করে শিশু জন্ম নিচ্ছে বলেও এসময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে ইউএনএফপিএয়ের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে সংস্থাটির নির্বাহী পরিচালক দারিদ্র বিমোচনে বাংলাদেশর অগ্রগতি, প্রসূতি মায়ের চিকিৎসাসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন