বিজ্ঞাপন

মিয়ানমার বিজিপি’র ৯৫ সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে

February 5, 2024 | 9:23 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়ছে।

বিজিবি জানায়, এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মিয়ানমারে চলমান সংঘাতের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৯৫ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। এর মধ্যে আহত ১৫ জনের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারে ভয়াবহ গোলাগুলির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে সমুদ্রে টহল বাড়িয়েছে কোস্টগার্ড। প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশ বাহিনীকেও।

সারাবাংলা/জেআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন