বিজ্ঞাপন

সাংস্কৃতিক চর্চা আমাদের মননকে বিকশিত করে: জবি উপাচার্য

February 7, 2024 | 7:28 pm

জবি করেসপন্ডেন্ট

জবি: সাংস্কৃতিক চর্চা আমাদের মেধা ও মননকে বিকশিত করে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে আবৃত্তি সংসদের আয়োজনে ৫ম আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করে এবং বাংলাদেশের যে বহুমাত্রিকতা আছে এই বহুমাত্রিকতাকে সামনে নিয়ে আসে। পাঠককে জানতে হবে কার কবিতা পড়ছি এবং সেই কবিতা জীবনের কথা, সামাজিক বৈষম্যের কথা, নারী পুরুষের মাঝে বৈষম্যের কথা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কতটুকু বলছে।’

আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানে কবি সম্মাননার জন্য বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদাকে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল ও শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তি সংসদের শিক্ষা প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও সংগঠনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন