বিজ্ঞাপন

বইমেলায় নির্জনের উপন্যাস ‘জীবনবিলাস’

February 8, 2024 | 6:08 pm

সারাবাংলা ডেস্ক

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘জীবনবিলাস’। ‘জীবনবিলাস’ প্রতিটি মানুষের ভেতরটা জাগিয়ে তুলবে। পাঠকের পড়তে গিয়ে মনে হবে এটাতো আমার জীবনের-ই গল্প। জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় পিতৃ-মাতৃহীন সন্তান হয়ে জন্ম নেওয়া। উপন্যাসের তেমনি এক চরিত্র রিমি। যার বেদনাদায়ক অধ্যায়কে সুখপাঠ্য করে তোলে দাদী, ফুপি ও অন্য স্বজনেরা। মা-বাবার স্নেহের ছায়ার পরশ হয়ে আগলে রাখে দাদী। কিশোরী বয়সে মনের অজান্তে সম্পর্ক গড়ায় সৌরভ নামে একজনের সাথে। পরিবারের সবাই রাজি না হলেও, দাদীর মধ্যস্ততায় তাদের সম্পর্কের মিলন ঘটায়। এক সময় ভালো চাকরি হয়, কন্যা আসে ঘরে। তার ভেতরই নেমে আসে তাদের সংসারে বিশ্বাস আর ভরসার ঘাটতি, মান-অভিমান।

বিজ্ঞাপন

ঠিক তখনই উপন্যাসের মোড় ঘুরে যায়। বাড়তে থাকে কাহিনির চিত্রপট। সৌরভের শহরে বন্ধুদের গ্রামে বেড়ানোর মাধ্যমে পুরো গ্রাম ব্যবস্থার বর্তমান অবস্থাকে তুলে ধরা হয়েছে। দোকানে, বাড়িতে, ধানের চাতালে ওয়াইফাই কানেকশন, ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে অনেক অশিক্ষিত মানুষ কনটেন্ট তৈরি করে অর্থ আয় করছে। সেসময়কার জনজীবন চলাচল, আবহমান বাংলা সংস্কৃতির সাথে বর্তমান সময়ের ঘটনা প্রবাহকে দাদীর গল্পের মাধ্যমে উপস্থাপন। প্রেম, বিরহ, গ্রামীণ জীবন, পারিবারিক বন্ধন, সামজিক জীবনব্যবস্থা, মিলন, বিচ্ছেদ, প্রেরণা, উপহাস, সব মিলিয়ে জীবনবিলাস।

ফরিদুল ইসলাম নির্জনের জীবনবিলাস উপন্যাসটির প্রকাশক ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি। বইটির দাম ২৫০টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন