বিজ্ঞাপন

‘স্মার্ট শিক্ষা কারিকুলাম গড়ে তুলছি’

February 9, 2024 | 11:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চসিক একটি মডেল সিটি করপোরেশন উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘চসিক বাংলাদেশের একটি অন্যতম সিটি করপোরেশন যেটা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বিনিয়োগ করে। এক্ষেত্রে চসিক একটি মডেল সিটি করপোরেশন।’

নতুন শিক্ষাক্রমে সফট স্কিল গড়ায় জোর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্মার্ট কারিকুলাম গড়ে তুলছি। নতুন শিক্ষাক্রমে আমরা সফট স্কিল গড়ায় জোর দিচ্ছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড, সময়মতো কাজ করার মানসিকতা, দলগত কাজ করার, নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়তে পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।’

বিজ্ঞাপন

সার্বজনীন দক্ষতা অর্জনের লক্ষ্যে মেয়রকে মাঠ রক্ষার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘খেলার মাঠ দখল করে আমাদের মেলার প্রয়োজন নেই, খেলার প্রয়োজন। মাঠগুলোতে শিক্ষার্থীরা যাতে খেলতে পারে এজন্য চট্টগ্রামের মাঠগুলো রক্ষায় মেয়র মহোদয়কে এগিয়ে আসতে হবে।’

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি চাই চট্টগ্রামের কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত না থাকুক। এজন্য শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যদি সম্ভব হয় চসিকের স্কুলগুলোকে এমপিওভুক্ত করুন। তাহলে আমরা আরও স্বল্প বেতনে বেশি শিক্ষার্থীকে পড়াতে পারব।’

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম ও শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন