বিজ্ঞাপন

প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ হৃদয়ের

February 10, 2024 | 9:16 am

স্পোর্টস ডেস্ক

বিপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্যারিয়ারেও আগে তিন অংক ছুঁতে পারেননি তিনি। এবারের আসরের পুরোটা জুড়েই ব্যাট হাসেনি তাওহিদ হৃদয়ের। তবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়। ৫৭ বলে ১০৮ রানের সেই ইনিংসের পর হৃদয় সেঞ্চুরিটা উৎসর্গ করলেন নিজের মাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- উড়ন্ত হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি

এবারের বিপিএলে কাল পর্যন্ত ছিল না কোনও সেঞ্চুরি। কুমিল্লার হয়ে আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন হৃদয়। নিজের ক্যারিয়ারে এই ফরম্যাটে এটিই তার প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরির সুবাদেই দারুণ এক জয় পেয়েছে কুমিল্লা। ম্যাচ শেষে নিজের এই অর্জন উৎসর্গ করেছেন মাকে, যে মায়ের কারণেই তার ক্রিকেটার হয়ে ওঠা, ‘আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করার। সেঞ্চুরির জন্য তো খেলিনি। প্রতিটা ব্যাটারের স্বপ্ন থাকে সেঞ্চুরি করার। গত বছর সুযোগ এসেছিল, হয়নি। এবার হয়েছে। এই অর্জন মাকেই উৎসর্গ করছি।’

জাতীয় দলের ক্রিকেটারদের ভালো পারফর্ম করতে না পারা নিয়ে অনেক আলোচনাই হচ্ছিল। সেটার জবাব ব্যাট হাতেই দিয়েছেন হৃদয়। হৃদয় জানালেন, শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার লক্ষ্য ছিল তার, ‘১৭০ প্লাস রান টার্গেট ছিল। তাই আক্রমণাত্মক ভঙ্গিতে না খেললে হতো না, আমরা ব্যাকফুটে চলে যেতাম। আর উইকেট অন্যদিনের তুলনায় অনেকটাই ভালো ছিল।’

বিজ্ঞাপন

সেঞ্চুরির পথে ৭টি ছক্কা হাঁকিয়েছেন হৃদয়। তার ছয় মারা দেখে মনে হয়েছে এ যেন খুবই সহজ ব্যাপার! হৃদয় নিজেও বললেন, ছক্কা মারা তারা কাছে তেমন কঠিন কিছু না, ‘ছয় মারতে ভালোই লাগে। ছয় মারতে পাওয়ার দরকার, ওয়েস্ট ইন্ডিজের বড় প্লেয়াররা যারা আছে, তারাই বড় ছয় মারে। আমাদের দেশের ব্যাটাররাও বড় ছক্কা মারতে পারে। আপনি যদি খেয়াল করেন, পাওয়ারপ্লে থাকে সব ব্যাটারই বড় ছয় মারতে পারে।’

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন