বিজ্ঞাপন

৪৮ সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত আ.লীগের [তালিকাসহ]

February 14, 2024 | 6:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারানা হালিম, অ্যারোমা দত্ত, মেহের আফরোজ চুমকি, ফজিলাতুন্নেছা ইন্দিরা, ওয়াসিকা আয়শা খান, কোহলী কুদ্দুস মুক্তি, ফরিদুর নাহার লাইলী, রোকেয়া সুলতানার মতো চেনা সব মুখ স্থান পেয়েছেন এই তালিকায়।

বিজ্ঞাপন

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতি সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ১০টার পরপর গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের সংখ্যানুপাতে আওয়ামী লীগের সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়ন দেওয়ার কথা ছিল ৩৮টি। তবে যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য জয় পেয়েছেন, তারাও প্রায় সবাই আওয়ামী লীগ হওয়ায় দলের সভাপতি তথা শেখ হাসিনার ওপর তাদের ভাগের ১০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়ার ভার অর্পণ করেন। সে হিসাবে আওয়ামী লীগ ৪৮টি আসনেই সংরক্ষিত নারী এমপির তালিতা চূড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন আওয়ামী লীগের এসব প্রার্থী।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/টিআর

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন